নিজস্ব প্রতিনিধি.
শাল্যে ঋষি পাড়া ও বাকখালি মুন্ডা পাড়ায় শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ব্লাড ব্যাংক। সাতক্ষীরা ব্লাড শীত মৌসুমের শুরু থেকে নিয়মিত ভাবে বিভিন্ন এলাকায় এই কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে আসছে। বুধবার দুপুরে এই সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন, স্মৃতিকনা রায়, শ্রীনিবাস সরকার সবুজ, ইয়াসিমিন নাহার, আক্তারুজ্জামানসহ সাতক্ষীরা ব্লাড ব্যাংকের স্বে”চ্ছাসেবীবৃন্দ।
শাল্যে ঋষি পাড়া ও বাকখালি মুন্ডা পাড়ায় শতাধিক গরীব অসহায় এই শীত উপহার গ্রহণ করেন।
Leave a Reply