নিজস্ব প্রতিনিধি: প্রাইড ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যান্সার আক্রান্ত সুরাইয়ার চিকিৎসা সহায়তায় চেক প্রদান করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মাধবকাটি বাজার সংলগ্ন ক্যান্সার আক্রান্ত সুরাইয়ার রোগীর মা খাদিজা বেগমের হাতে ৩০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, রেঁনেসা সমবায় সমিতি’র ম্যানেজার আমিনুল ইসলাম, প্রাইড ফাউন্ডেশনের ম্যানেজার ইব্রাহিম খলিল, সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রাইড ফাউন্ডেশনের অঙ্গসহযোগি প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করেন।
ক্যান্সার আক্রান্ত সুরাইয়ার চিকিৎসা সহায়তা প্রদান

Leave a Reply