ন্যাশনাল ডেস্ক: বিগত দিনগুলোর তুলনায় করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েছে। এর আগে করোনার নমুনা পরীক্ষার শনাক্তের হার ১০ থেকে ১১ দশমিক ৯৯ শতাংশ ছিল। বর্তমানে তা বেড়ে হয়েছে সাড়ে ১২ শতাংশ। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ১২ দশমিক ৫৭ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ১৫ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৮০ দশমিক ৫৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৪ শতাংশ।
Leave a Reply