স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সাতক্ষীরা প্রধান ডাকঘর চত্বরে পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খান। বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোছাঃ মেহেরুননেছা (বিউটি)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন খুলনা সার্কেল সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, খুলনা সার্কেল সম্পাদক শেখ মারুফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ প্রমুখ। পরিচিতি সভায় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম।
Leave a Reply