আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাজরা ইউনিয়নবাসীর আয়োজনে সোমবার বেলা ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউপি চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের দ্বারা মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলার প্রতিবাদ ও তাকে মুক্তির দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকাড সহকারে এলাকার অসংখ্য নারী, পুরুষ, অংশ গ্রহন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, শিক্ষক পশুপতি রায়, ওয়ার্ড স্বেচ্ছাসবেকলীগ সভাপতি শ্যামাপদ ঘোষ, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি রিপিয়ান হোসেন, গ্রাম ডাক্তার দীনেশ রায়, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম কাজল, আনারুল ইসলাম গাজী, ইউপি সদস্য হোসেন আলি, রামপদ সানা, মহিলা মেম্বার তহমিনা খাতুন, সলেমান গাজী, আদম গাজী, ইদ্রিস সরদার, ফটিক চন্দ্র সানা, উত্তম মজুমদার, চিত্তরঞ্জন ঢালী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান ডালিম বঞ্চিত মানুষের চোখের পানি মুছে দিয়ে থাকেন, রক্ত নিয়ে হলি খেলা তার কাজ নয়। তারা তাদের প্রাণের নেতার মুক্তির পাশাপাশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসন ও আইন আদালতের ন্যায্য পদক্ষেপ কামনা করেন। মানববন্ধনের ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, মানববন্ধনের জন্য লিখিত আবেদন করা হয়, কিন্তু অনুমোদনের আগেই কার্যক্রম শুরু করা হয় এবং পুলিশ গিয়ে দেখে শেষ হয়ে গেছে।
Leave a Reply