জেলা আওয়ামীলীগ সভাপতির স্ত্রীর রূহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান


কালিগঞ্জ ব্যুরো: বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদের সহধর্মিনী মিসেস নূরজাহান আহমেদের রূহের মাগফিরাত কামনায় কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রামে অবস্থিত দিদার এ এলাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি আমির আলী’র সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার জুমআ’র নামাজের পরে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম মনু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ খায়রুল বাশারসহ মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দিদার এ এলাহী জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল গফুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *