মশাল ডেস্ক: প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় করনীয় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, প্রবীন জনগোষ্ঠী সমাজের পরম সম্পদ, তাঁদের প্রতি যতœশীল ও শ্রদ্ধাশীল হতে হবে।“স্বাস্থ্য আপনার, সুরক্ষার দায়িত্ব আমাদের” শ্লোগানকে ধারণ করে সুস্থ, সবল, নিরোগ সাতক্ষীরা গঠনের লক্ষে জেলা প্রশাসন সাতক্ষীরা ও চিকিৎসা বিষয়ক অনলাইন পোর্টাল “চিকৎসক বার্তা” -এর আয়োজনে ১ অক্টোবর বৃহস্পতিবার অনলাইন স্বাস্থ্যসেবা, সাতক্ষীরা -তে এবারের বিষয় ছিল “প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় করনীয়”। জেলা প্রশাসক সাতক্ষীরা এস এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানের বিশেষ পর্বে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বরেন্য স্বাস্থ্য বিষয়ক লেখক ও পরামর্শক চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বারডেম হাসপাতালের ল্যাবরেটরী সার্ভিসের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার সভাপতি ও মেডিসিন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ, বারডেম হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. আনিসুর রহমান, এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিকিৎসক বার্তা’র নির্বাহী সম্পাদক ডা. সুব্রত ঘোষ এবং কারিগরি সহায়তায় ছিলেন আইটি বিশেষজ্ঞ ও চিকিৎসক বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক নিভেল চক্রবর্তী। সাতক্ষীরা জেলায় প্রবীনদের স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান সাতক্ষীরার জেলা প্রশাসক।
Leave a Reply