সংবাদ বিজ্ঞপ্তি : ১৩ সেপ্টেম্বর রোববার আনুমানিক বেলা দেড়টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইজ মংলার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন পশুর নদীর সাইলো সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৫০ লিটার অবৈধ লুবওয়েল, ৩৯ টি ড্রাম, একটি মেশিন বোট, সোলার প্যানেল ও গ্যাস চুলা সহ ০৩ জনকে আটক করে। আটককৃতদের নাম ১। মোঃ নিয়ামুল (২২), পিতা ঃ বুলু খা, গ্রামঃ কানাইনগর, থানাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট। ২। রফিকুল(২৫) গ্রামঃ জয়বাংলা, পোস্টঃ হলদিবুনিয়া, থানাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট। ৩। হারুন হাওলাদার(৩৫), পিতাঃ মৃত মিনহাজ উদ্দিন হাওলাদার, গ্রামঃ জয়বাংলা, পোস্ট হলদিবুনিয়া, থানাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট। আটককৃত মালামাল পরবর্তিতে আইনানুগ ব্যবস্থার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালানেও কোস্ট গার্ড জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে
Leave a Reply