উদীচি, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগকারী মব সন্ত্রাসী দীপু দাশের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে উদীচি ও অন্যান্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সাতক্ষীরার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, উদীচি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, বাসদ জেলা সমন্বয়ক নিত্যানন্দ সরকার, গণআন্দোলন জোটের আহ্বায়ক খগেন্দ্রনাথ ঘোষ, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, জেএসডি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, নদী বাঁচাও ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মনসুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীপু দাশের হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি দেশের প্রগতিশীল সাংস্কৃতিক চর্চা ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনার সঙ্গে জড়িত মব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, হামলা ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় স্বাধীন মতপ্রকাশ, সংস্কৃতি ও গণমাধ্যম চরম হুমকির মুখে পড়বে। মানববন্ধন থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
নিজস্ব প্রতিনিধি 





















