রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি ঃ রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে রসুলপুর সরকারি প্রাথমিক (বালিকা) বিদ্যালয় প্রাঙ্গণ ও পিএন বিয়াম ল্যাবরোটরী (ইংলিশ মিডিয়াম) স্কুল প্রাঙ্গণে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র পক্ষ থেকে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিএন বিয়াম ল্যাবরোটরী (ইংলিশ মিডিয়াম) স্কুলের শিক্ষক কণ্ঠশিল্পী মনজুরুল হক, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব সেক্রেটারী মাহফুজা রুবি, রোটাঃ পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, রোটাঃ পিপি মাগফুর রহমান, বৃক্ষ রোপন কর্মসুচি প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান রোটাঃ মো. মশিউর রহমান বাবু, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ শামীমা পারভীন রত্না, রোটাঃ পিপি হাবিবুর রহমান রনি, রোটাঃ জেসমিন আক্তার চন্দন, রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ অলিউল্লাহ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ এমডি মিজান ও রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট এ.কে.এম মহিবুবুল ইসলামসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও রোটার‌্যাক্ট সদস্যবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *