স্টাফ রিপোর্টার: ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি মুলোক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে উক্ত প্রস্তুতি মুলোক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মুলোক বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা -৩ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় এসময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাতী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, কৃষক লীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল প্রমূখ।
সভায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ১৫ই আগষ্টে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, অসহায়দের মাঝে তাবারক বিতরন, বৃক্ষরোপনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply