সাজেদুল হক সাজু, কালিগঞ্জ প্রতিনিধি :
সকলকে শোক সাগরে ভাসিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কালিগঞ্জ থানা সংগ্রাম পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠকালিন সভাপতি ও ৭০’র দশকে সর্বজন স্বীকৃত আদর্শ চিকিৎসক ডা. হজরত আলী। বুধবার দুপুরে ১ম জানাযার পূর্বে কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ফুটবল ময়দানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সংক্ষিপ্তভাবে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হুসেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, তারালী ইউপি চেয়ারম্যান ও মরহুম ডা. হজরত আলীর জামাতা এনামুল হোসেন ছোট প্রমূখ। এ সময় মহান মুক্তিযুদ্ধের এই সংগঠককে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। পরে প্রয়াত ডা. হজরত আলীর গ্রামের বাড়ি হাড়দ্দাহে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রসঙ্গত, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ডা. হযরত আলি ১৯৭১ সালে ভারতে আশ্রিত বাঙালি শরণার্থী এবং মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতেন। এজন্য বাংলাদেশের অস্থায়ী সরকারের কাছ থেকে তিনি কখনও ভাতা কিংবা সম্মানি নিতেন না। তিনি পাকিস্তান সরকারের চাকুরিও বয়কট করেছিলেন। একই সাথে তিনিই এতদাঞ্চলের একমাত্র ব্যক্তি, যিনি বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে সকল ভয় ডর উপেক্ষা করে বুকে প্লাকার্ড ঝুলিয়ে আন্দোলনে নেমেছিলেন।
Leave a Reply