গত বুধবার ০৫ আগস্ট দৈনিক দক্ষিণের মশাল অন লাইন ভার্সনে প্রকাশিত ‘জাতীয় শোক দিবসের মাসে ধানের শীষের চেয়ারম্যানের নির্দেশে নারী সংগঠনের অফিসে হামলা ভাংচুর নারীদের শ্লালীনতা হানী ও মালামাল লুঠ’ শীর্ষক প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন তারালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. এহছানুল কবীর। প্রতিবাদ লিপিতে তিনি দাবী করেন প্রকাশিত খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ও নলতা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানকে সামাজিক ভাবে হেয় ও মান সম্মান ক্ষুর্ণ করার জন্য এ সংবাদটি প্রকাশ করা হইয়াছে।’ লিখিত প্রতিবাদে তিনি উল্লেখ করেন, সাতক্ষীরা জেলা পরিষদের নিকট হইতে নলতা মৌজার (খতিয়ান নং ২ দাগ নং ১৩৭৬) দুই শতাংশ জমি শম্পা গোস্বামী ইজারা প্রাপ্ত হয়। যাহা আমার রেকডিও সম্পত্তির সীমানা সংলগ্ন অবস্থিত। উক্ত সম্পত্তিতে নারী সংগঠনের সাইন বোর্ড টাংগাইয়া আমার রেকডিও আনুমানিক ৩০ ফুট দৈঘ্য এবং প্রস্থ ৮ ফুট জায়গা দখল করিয়া নিলে আমি ০৬ নং নলতা ইউনিয়ন পরিষদ বরাবর অভিযোগ দাখিল করি। আমার অভিযোগের প্রেক্ষিতে ০৩/০৮/২০২০ তারিখে চেয়ারম্যান সাহেবের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য জানালে আমি ও আমার প্রতিনিধি মো. এনামুল হোসেন ছোট চেয়ারম্যান ০৭ নং তারালী ইউনিয়ন ও সাধারণ সম্পাদক কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ শাখা, আলহাজ্ব মো. আনিছুজ্জামান খোকন সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ শাখা, মো. আব্দুল মোনায়েম প্রধান শিক্ষক নলতা মাধ্যমিক বিদ্যালয় ও সিনিয়র সহ সভাপতি নলতা ইউনিয়ন আওয়ামীলীগ শাখা ও মোঃ আনোয়ারুল হক প্রধান শিক্ষক নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপস্থিত হই। এছাড়া কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল তথ্য ও সংস্কৃতিক সম্পাদক আহম্মাদ উল্লাহ বাচ্চু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সালিশে বৈঠকে চেয়ারম্যান সাহেব বাদী ও বিবাদীর কাগজ পর্যালোচনা করিয়া সিদ্ধান্ত দেন সরকারী সার্ভেয়ার দিয়া মাপ জরিপ করিয়া শান্তিপূর্ণ ভাবে মিমাংশা করিবেন ও মাপ জরিপ না করা পর্যন্ত কোন পক্ষ উক্ত বিরোধেয় জমিতে কোন নতুন স্থাপনা করিবেন না। বাদী ও বিবাদী উভয় সিদ্ধান্ত মানিয়া নিয়া স্বাক্ষর করেন। সকলের সম্মুখে শান্তিপূর্ণ পরিবেশে শুনানী সম্পন্ন হয়। শুনানীকালে কোন পক্ষকে কটু কথা কিংবা উচ্চস্বরে কথা বলেননি চেয়ারম্যান সাহেব। নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান একজন সর্বজন শ্রদ্ধেয়, তিনি সুনামের সংঙ্গে কার্য পরিচালনা করিয়া আসিতেছেন।’
Leave a Reply