সাতক্ষীরা মেডিকেলে সংযোজিত হলো ৪টি হাই ফ্লো নাসাল ক্যানুলা

জনপ্রশাসন সচিব ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীদের চিকিৎসায় সংযোজিত হলো চারটি নতুন হাই ফ্লো নাসাল ক্যানুলা। এর মধ্যে জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন প্রদত্ত তিনটি হাই ফ্লো নাসাল ক্যানুলা শনিবার (১৮ জুলাই) মেডিকেল কলেজ হাসপাতালে সংযোজন করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসনের বেসরকারি ত্রাণ তহবিলে গচ্ছিত ৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ক্রয়কৃত আরও একটি হাই ফ্লো নাসাল ক্যানুলা গত সোমবার (১৩ জুলাই) মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জনপ্রশাসন সচিব ইউসুফ হারুনসহ সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাই ফ্লো নাসাল ক্যানুলা শ্বাসকষ্টে ভোগা ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসায় খুবই জরুরী একটি সরঞ্জাম। এর দ্বারা সাতক্ষীরাবাসী বহুলাংশে উপকৃত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *