ডিপিএড প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা চেয়েছে নেপ

ন্যাশনাল ডেস্ক:

নতুন নিয়োগ পাওয়া শিক্ষকসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তালিকা চেয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউ (পিটিআই) গুলোতে প্রশিক্ষণার্থী ভর্তির কার্যক্রম শুরুর পদক্ষেপ নিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে ডিপিএড প্রশিক্ষণ শিক্ষকদের জেলাওয়ারি তথ্য পাঠাতে বলা হয়েছে শিক্ষা কর্মকর্তাদের।

নেপের ডিপিএড বোর্ড থেকে এসব শিক্ষককে তথ্য চেয়ে চিঠি সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, আগামী ২০ জুলাইয়ের মধ্যে ডিপিএড প্রশিক্ষণবিহীন এইচএসসি বা তদুর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের জেলাওয়ারী  সংখ্যা মন্তব্যসহ ডিপিএড বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের। তবে, ২০২০-২১ শিক্ষাবর্ষে পিটিআইগুলোতে প্রশিক্ষণরত শিক্ষকদের তথ্য বাদ দিয়ে প্রশিক্ষণবিহীন শিক্ষকদের সংখ্যা পাঠাতে বলা হয়েছে। গত ১২ জুলাই জেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন ডিপিএওড বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ আলী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *