সংবাদ বিজ্ঞপ্তি: নবজীবন-এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগিতায় বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি প্রকল্পধীন ৩৬ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে গতকাল শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজীবন কার্য নির্বাহী পরিষদের সভাপতি সামসুল আলম খান। তিনি উপকারভোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে প্রতিটি পরিবারের সকলের সচেতন থাকা অত্যন্ত জরুরী। এই সময়ে শিক্ষার্থীদের ছুটি না কাটিয়ে অধ্যাবসায়ে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। প্রতিটি বিষয়ের সিলেবাস সমাপ্ত করতে হবে, যেন সকলেই স্ব স্ব শ্রেনিতে অগ্রগামী হতে পারে। তিনি আরো বলেন, ধৈর্য, পরিচ্ছন্নতা, অধ্যাবসায়, ভালো অভ্যাস ইত্যাদি বিষয়সমূহ মানসিকভাবে সুস্থ থাকার অন্যতম উপায় যা এই সময়ে অত্যন্ত জরুরী। নবজীবন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর শিক্ষা বিষয়ক এই সহযোগীতাকে কাজে লাগিয়ে প্রত্যেক শিক্ষার্থীদের উচিৎ আপদকালীন এই বৈশ্বিক মহামারী সময়ে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া। তিনি সকল শিক্ষার্থী ও তাদের অবিভাবকদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব সহ সুঅভ্যাস গড়ে তোলা এবং জাতির জনকের লালিত স্বপ্ন বাস্তবায়নের ধারা অব্যাহত রাখার জন্য সকল শিক্ষার্থীদের সুযোগ্য নাগরিক হিসাবে নিজেদের প্রস্তুত করার আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নব জীবন সংস্থার নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর ফখর উদ্দিন আলী আহমদ।
Leave a Reply