মাহফুজুর রহমান তালেব: অবশেষে গত ২০ জুন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেডের নির্দেশে হরিনগর বাজারের অবৈধ নির্মাণাধিন পাকা স্থাপনা ভেঙে দেওয়া হলো। দক্ষিণ কদমতলা গ্রামের মৃত আব্দুল গফুর মোল্যার পুত্র মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুস সাত্তার হরিনগর বাজারের সরকারি পেরিফেরি ভূক্ত সম্পত্তিতে প্রায় ৮০ বর্গ মিটার জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছিলো। মুন্সীগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: আয়নুল হক তাদেরকে নোটিশ দিয়ে সরকারি জায়গা হতে নির্মানাধিন বিল্ডিংএর মালামাল অপসরণ করে নিতে নোটিশ প্রদান করেন। কিন্তু, বিবাদিগণ উহা উপেক্ষা করেন। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকটি দৈনিকে খবর প্রকাশিত হওয়ার পর বিগত ১৩ জুন সহকারি কমিশনার ভূমি সরেজমিনে ঘটনা স্থল পরিদর্শণ করেন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পরের দিনেই কেস দায়েরসহ উক্ত ঘর উচ্ছেদের জন্য জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু, নানা কারণে বিষয়টি নিয়ে কালক্ষেপন হতে থাকলে অবশেষে ২০ জুন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, পুলিশ এবং লেবার নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন এবং উক্ত স্থাপনা ভেঙে দেন। এছাড়া বাক্কার মোল্যার নির্মানাধিন ঘরটিও ভেঙে দেন। এসময়ে মুন্সীগঞ্জ ইউনিয়ন ভূমিকর্মকর্তা, স্থানীয় সংবাদিকবৃন্দসহ অনেক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply