সাতক্ষীরা : শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় মানব পাচার সংক্রান্ত মামলায়
বিচার ও আইনী সহয়তা কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারনের আহবানে সাতক্ষীরা
প্রেসক্লাবে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি, ন্যাশনাল চাইল্ড
টাক্সফোর্স, শিশু প্রতিনিধি ও বেসরকারি সংগঠন ইনসিডিন বাংলাদেশ
পরিচালনাধীন কনসোর্টিয়াম পিসিটিএসসিএন এর যৌথ সংবাদ সম্মেলন হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, মহিলা
বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জহুরা। প্রধান অতিথি ছিলেন,
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি,এম নূর
ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান।
ইনসিডিন সাতক্ষীরা প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা‘র উপস্থাপনায় সম্মেলনে
আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান,
সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে প্রকাশিত
সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক
আবুল কালাম, কার্যনির্বাহি সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, কামরুল
হাসান, জনশক্তি ও কর্মসংস্থান জরিপ অফিসার আব্দুল মুজিদ, শিশু বিষয়ক
লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, সিডব্লিউসিএস সাতক্ষীরা লিয়াজো অফিসার
রুহুল আমিন, ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স- বাংলাদেশ শিশু একাডেমি
সাতক্ষীরার সভাপতি পূজা দাস ও সাধারণ সম্পাদক সুজিত পাল প্রমূখ উপস্থিত
ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিবছর
বিদেশে শিশু পাচার হয়ে থাকে। এছাড়া, দেশের অন্যান্য স্থান দিয়ে মানব
পাচার হয়ে থাকে। পাচারের শিকার নারী-পুরুষ ও শিশুরা নানান ধরণের
নির্যাতনের শিকার হয়ে থাকেন। এসমস্ত নির্যাতিত মানুষদের উদ্ধারে ও তাদের
আইনি সহায়তার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে কাজ
করে আসছি। তারপরও দেখা যায়, অনেক ক্ষেত্রে পাচারকারীরা আইনের আওতায় এসেও
তারা শাস্তির বাইরে থাকছে।
সম্মেলনে আরো জানানো হয়, ৪ টি বেসরকারি সংগঠন নিয়ে গঠিত কনসোর্টিয়াম ২০১৫
সাল থেকে শিশু পাচার প্রতিরোধে কাজ করছে। চলমান এই কার্যক্রমে সাংবাদিকসহ
সকলের সহযোগিতা কামনা করে বক্তারা আরো বলেন, মানব পাচার রোধে সরকারের বেশ
কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও অগ্রগতি অর্জন করেছে। তবে, পাচারকারীদের
বিরুদ্ধে কঠোরভাবে আইনের প্রয়োগ দরকার। একই সাথে পাচারকারীদের সম্পর্কে
সাংবাদিকদের ধারাবাহিক লেখনি এবং পারিবারিক ও সামাজিকভাবে জনসচেতনতা
বৃদ্ধি করে মানবপাচার প্রতিরোধে সকলকে কাজ করার আহবান জানানো হয়।
Leave a Reply