এসবিএন : ‘আমি প্রত্যেকদিনই প্রেমের জন্য নতুন কিছু ফিল করি। আলাদা করে ভালবাসা দিবসের অনুভূতি বলে এখন কিছু নেই।’ ভালবাসা দিবস উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানান টালিউডের ক্রেজ সোহিনী সরকার।
সোহিনী আরো বলেন, ‘ছোটবেলায় আলাদা করে মনে হতো ১৪ ফেব্র“য়ারি মানেই ভালবাসা দিবস আসছে। প্রথম ভালবাসা দিবসের গিফট কিনেছিলাম ১৮ টাকা দিয়ে। ১০-১২ টাকার সস্তা একটা কার্ড, ৫ টাকায় চকলেট আর একটা গোলাপ ফুল। তখন গোলাপ ফুলে ১-২ টাকাতেও পাওয়া যেত।’
ভালোবাসা দিবসের স্মৃতি সম্পর্কে তিনি বলেন, তখন আমি ক্লাস সিক্সে পড়তাম। ওই ভ্যালেন্টাইনস ডে-টা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। এখন ভ্যালেন্টাইনস ডে’র থেকেও বসন্তকাল আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। পলাশফুল, কোকিলের ডাক এগুলোর মধ্যেই প্রেম লুকিয়ে থাকে।
উল্লেখ্য, ‘ফড়িং’ চলচ্চিত্রের মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখেন সোহিনী সরকার। সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। পাঞ্জাবি এক ছেলের সঙ্গে লিভ টুগেদার করছেন এ নায়িকা। শুধু তাই নয়, অগুনতি বয়ফ্রেন্ড আর চুমু বিতর্কের গসিপে টালিপাড়ায় এগিয়ে রয়েছেন তিনি।
Leave a Reply