আশাশুনিতে নিরলস ভাবে কাজ করছেন ইউএনও ও এসিল্যান্ড


আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা @ সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তফা কামালের পরামর্শ অনুযায়ী বিশ্বজুড়ে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন বাজার মনিটরিং করে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইনে থাকা। ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে লন্ডভন্ড হওয়া, ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মোকাবেলাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন দপ্তরে খোঁজখবর নেওয়া। দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রেখেছেন। সাংবাদিকদের তথ্য অনুযায়ী কাজ করা, সরকারের নির্দেশে মাইকিং করে মানুষকে সতর্ক করা, ডেঙ্গু নিধনের স্প্রে ছিটানো, অসহায় ও প্রতিবন্ধী মানুষের বাড়ি যেয়ে অনুদান দেওয়া, অবৈধভাবে ইটের ভাটা মালিকদের ভ্রাম্যমান আদালতে জরিমানা করা। এছাড়া করোনা ভাইরাস পজেটিভ রোগীদের বাড়িতে যেয়ে দিকনির্দেশনা মূলক কথা বলা, মাক্স ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের জীবন বাজি রেখে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনসাধারণের জন্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *