নিজস্ব প্রতিনিধি: সুপার সাইক্লোন আম্পানের আঘাতে উড়ে গেছে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের একটি দুটি কক্ষের টিনের চাল। নতুন ভবণ নির্মাণের কারণে এ দুটি কক্ষেই বসতো শিক্ষার্থীরা সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে ভবণটি নির্মাণাধীন। কিন্তু ঘূর্ণিঝড় আম্পান ভবণটির টিনের চালে আঘাত হানে ২০ মে রাতে। সেই আঘাতে টিনের চাল তো উড়েছে, সেই সাথে ভেঙেছে চেয়ার, টেবিল ও বেঞ্চ। করোনার কারণে স্কুল বন্ধ রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু জানান, নতুন ভবণ নির্মাণাধীন। টিনের চাল দিয়ে দুটি কক্ষে ক্লাস নেওয়া হতো। ঝড়ে সেই কক্ষ দুটির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে টিন ও আসবাবপত্র মিলে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ ভবণটির সংস্কারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply