নিজস্ব প্রতিনিধিঃ প্রাকৃতিক দুর্যোগ সুপার সাইক্লোন আম্পান’র তান্ডবে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুরে প্রায় দেড় কিলোমিটার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্যাম বিষয়ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (২৬ মে) ঈদুল ফিতর’র পরের দিন সকালে ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুরে প্রায় দেড় কিলোমিটার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পায়ে হেটে পরিদর্শণ করেন এবং ঐ এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত মেরামতের আশ^াস দেন এবং ঐ এলাকার মানুষের সাথে কথা বলেন।’
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিমসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply