সাতক্ষীরা সদরে করোনাভাইরাসের ঝুকি নিয়ে বিভিন্ন ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে। ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী প্রদান করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মির্জা সালাহউদ্দিন।
বৃহস্পতিবার(০৭ মে) সকালে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল অফিস কার্যালয়ে এই ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী গুলো প্রদান করা হয়। ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রীর মধ্যে ছিল একটি ফেস সিট,
একটি চশমা ও ৫ টি স্যার্জিক্যাল মাকস্।
পুলিশ সুপার সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)এর পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী গুলো তুলে দেওয়া হয়। ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী পাওয়া ফাঁড়ি গুলো হল,সাতক্ষীরা সদর ফাঁড়ি, কাটিয়া ফাঁড়ি, ইটাগাছা ফাঁড়ি এবংব্রহ্মরাজপুর ক্যাম্প।সকল পুলিশ সদস্য নিম্নবর্তী নিরাপত্তা সামগ্রী গুলো গ্রহণ করেন
ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী গুলি অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়ার সময় পুলিশ সদস্যদের নিরাপত্তা সামগ্রী এর ব্যবহার বিধি বুঝিয়ে দেয়া হয়। এ সময় পুলিশ সদস্যদেরকে করোনা প্রতিরোধে অনুসরণীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে ব্রিফিং দেওয়া হয়। পুলিশ সদস্যদের মানসম্মত পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়টিও এ সময় নিশ্চিত করা হয়।
Leave a Reply