আজ ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উদীচীসহ সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ ব্রহ্মরাজপুর বাজারে ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ দুঃসাহসিক চুরি দীপু দাশ হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে উদীচির মানববন্ধন সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ে গণমাধ্যম পেশাজীবীদের দিনব্যাপী কর্মশালা ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাচ্ছে ১২ হাজার নেতাকর্মী সাতক্ষীরা-২ আসনে ভোটারের আস্থার প্রতিক ধানের শীষ প্রতিকের প্রার্থী আব্দুর রউফ সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৯ জেলে আটক সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ

ব্রহ্মরাজপুর বাজারে ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ দুঃসাহসিক চুরি

  • রুহুল কুদ্দুস
  • আপডেট সময়: ০১:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে স্বনামধন্য কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বাজারের ব্যবসায়ীরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। চোরেরা রাতের আঁধারে দোকানের শাটার শাবল দিয়ে উঁচু করে ভেতরে প্রবেশ করে এ চুরি সংঘটিত করে।

মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রহ্মরাজপুর বাজার ইউনিটের সেক্রেটারি প্রভাষক মোখলেছুর রহমান জানান, সোমবার রাতে দোকান বন্ধ করার সময় সারাদিনের বিক্রির আনুমানিক দুই লাখ টাকা ক্যাশ ড্রয়ারে রেখে তিনি বাড়ি যান। পরদিন সকালে দোকান খুলে ভেতরে ঢুকে দেখতে পান আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে ক্যাশ ড্রয়ার খুলে দেখা যায়, উপরের ড্রয়ারে থাকা প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা এবং নিচের ড্রয়ারে সংরক্ষিত আনুমানিক দুই লাখ টাকা চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, চোরেরা শাটার তুলে দোকানে প্রবেশ করেছে। ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ২০ বছরের ব্যবসায়িক জীবনে এমন ঘটনা এই প্রথম বলে উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ব্রহ্মরাজপুর বাজারের ইত্যাদি ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. ইবরাহীম হোসেন বলেন, সম্প্রতি বাজার ও আশপাশের এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে, যা ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, এলাকায় মদ, জুয়া ও বিভিন্ন নেশাদ্রব্যের রমরমা ব্যবসা চলছে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে কিছু ব্যক্তি চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তারা এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির কিছু সদস্য এলাকার চিহ্নিত চোর ও বাটপারদের সঙ্গে প্রকাশ্যে আড্ডা দিচ্ছেন— যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সম্প্রতি জেয়ালা বিল এলাকা থেকে একাধিক সেচ পাম্প চুরি হয়েছে। এছাড়া ধুলিহর, বেড়বাড়ি, বাঁধনডাঙ্গা, ব্রহ্মরাজপুর বাজারসহ আশপাশের এলাকায় নিয়মিত ছোট-বড় চুরির ঘটনা ঘটছে। এতে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় রাত কাটাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উদীচীসহ সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ

ব্রহ্মরাজপুর বাজারে ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ দুঃসাহসিক চুরি

আপডেট সময়: ০১:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে স্বনামধন্য কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বাজারের ব্যবসায়ীরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। চোরেরা রাতের আঁধারে দোকানের শাটার শাবল দিয়ে উঁচু করে ভেতরে প্রবেশ করে এ চুরি সংঘটিত করে।

মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রহ্মরাজপুর বাজার ইউনিটের সেক্রেটারি প্রভাষক মোখলেছুর রহমান জানান, সোমবার রাতে দোকান বন্ধ করার সময় সারাদিনের বিক্রির আনুমানিক দুই লাখ টাকা ক্যাশ ড্রয়ারে রেখে তিনি বাড়ি যান। পরদিন সকালে দোকান খুলে ভেতরে ঢুকে দেখতে পান আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে ক্যাশ ড্রয়ার খুলে দেখা যায়, উপরের ড্রয়ারে থাকা প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা এবং নিচের ড্রয়ারে সংরক্ষিত আনুমানিক দুই লাখ টাকা চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, চোরেরা শাটার তুলে দোকানে প্রবেশ করেছে। ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ২০ বছরের ব্যবসায়িক জীবনে এমন ঘটনা এই প্রথম বলে উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ব্রহ্মরাজপুর বাজারের ইত্যাদি ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. ইবরাহীম হোসেন বলেন, সম্প্রতি বাজার ও আশপাশের এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে, যা ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, এলাকায় মদ, জুয়া ও বিভিন্ন নেশাদ্রব্যের রমরমা ব্যবসা চলছে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে কিছু ব্যক্তি চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তারা এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির কিছু সদস্য এলাকার চিহ্নিত চোর ও বাটপারদের সঙ্গে প্রকাশ্যে আড্ডা দিচ্ছেন— যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সম্প্রতি জেয়ালা বিল এলাকা থেকে একাধিক সেচ পাম্প চুরি হয়েছে। এছাড়া ধুলিহর, বেড়বাড়ি, বাঁধনডাঙ্গা, ব্রহ্মরাজপুর বাজারসহ আশপাশের এলাকায় নিয়মিত ছোট-বড় চুরির ঘটনা ঘটছে। এতে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় রাত কাটাচ্ছে।