মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উদ্যোগে যুব সমাবেশ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সেক্রেটারি আব্দুল্লাহ মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সহকারী সেক্রেটারি এড. আবু তালেব। প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে তরুণ সমাজের শক্তি, মেধা ও উৎসাহকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সকল জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পুরোপুরি উপভোগ করতে পারেনি। এজন্য আগামী দিনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সমাবেশে এলাকার বিপুল সংখ্যক তরুণ, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবাদ শিরোনাম:
তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান
সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড জামায়াতের যুব সমাবেশ ও নৈশভোজ
-
মুজাহিদুল ইসলাম - আপডেট সময়: ০৫:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- ১৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়



















