মহান মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের দিন ১৬ ডিসেম্বর উপলক্ষে সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে শিশুদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়ে।
এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এছাড়া বিদ্যালয়গুলোতে আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজনের পাশাপাশি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহান বিজয় দিবসের কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়েছে।
সংবাদ শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মহান বিজয় দিবস উদযাপন
-
সুরাইয়া খাতুন - আপডেট সময়: ০৬:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- ১৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়



















