শিশু ও যুবদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা ও শরীরচর্চা অনুশীলন, মাঠ পুনরুদ্ধার ও ব্যবহারযোগ্যতা বৃদ্ধি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আখতার। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। মতবিনিময় সভা ব্রেকিং দ্যা সাইলেনস-এর শরিফুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত হয়। এতে বক্তব্য রাখেন এডিসি সার্বিক বিষ্ণপদ পাল, জেলা সমাজসেবার সহকারী পরিচালক রোকনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, ডাক্তার ফরহাদ জামিল, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা মহিলা বিষয় কর্মকর্তা নাজমুন নাহার, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক আবু সাইদ, ওসিসি আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, খেলাধুলা শিশু ও যুবদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায় এবং মাদকের মতো বিপজ্জনক কৃত্য থেকে দূরে রাখে। খেলার বিকল্প নেই, তাই প্রতিটি মাঠ সব সময় খেলাধুলার উপযোগী রাখতে হবে। মতবিনিময় সভায় সুশীল সমাজ, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ সাংবাদিকরা অংশ নেন।
সংবাদ শিরোনাম:
যুবদের মাদক মুক্ত রাখতে খেলাধুলা ও শিক্ষার বিকাশ অপরিহার্য: অতিরিক্ত বিভাগীয় কমিশনার
-
আব্দুর রহমান - আপডেট সময়: ১২:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়





















