তিন দফা দাবিতে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতাদের জুম মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রবিবার থেকে তারা বার্ষিক পরীক্ষা গ্রহণে অংশ নেবেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান বলেন, ‘তিন দফা দাবি আদায়ে আন্দোলন চলবে। তবে বার্ষিক পরীক্ষা আন্দোলনের আওতার বাইরে থাকবে। দশম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা থামব না।’
এরই মধ্যে আন্দোলনে যুক্ত প্রায় ৫০০ সহকারী শিক্ষককে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

জাতীয় ডেস্ক 





















