সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার সব প্রস্তুতি শেষ। শুক্রবার ভোরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা থাকলেও সময়সূচিতে পরিবর্তন এসেছে। দুপুর নাগাদ অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়তে পারে, তবে তা নিশ্চিত নয়।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। এ ছাড়া নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় কাতার থেকে নতুন এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। এতে সময় লাগছে।
দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অ্যাম্বুলেন্সটি রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল, তবে বিকেলে তিনি কারিগরি সমস্যার বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র বলছে, ত্রুটিযুক্ত অ্যাম্বুলেন্স মেরামত সম্ভব না হওয়ায় নতুনটি পাঠানোর সিদ্ধান্ত হয়। এটি ঢাকায় পৌঁছাতে আরও কয়েক ঘণ্টা লাগবে।
এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গে থাকতে পুত্রবধূ ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা আসছেন। ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।
এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন চিকিৎসক দলের সদস্য ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। সঙ্গে থাকবেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, তারেক রহমানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক, একান্ত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার এবং এসএসএফের দুই সদস্য।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয় CCU–তে।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তদারক করছে। চীন ও যুক্তরাজ্যের কয়েকজন বিশেষজ্ঞও বোর্ডে যোগ দিয়েছেন। তাদের সিদ্ধান্তেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে।

রিপোর্টার 



















