বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস’র আয়োজনে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহিদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত দোয়া ব্যবস্থাপনায় করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত এড. আবুল হোসেনের ছেলে এড. মোঃ শহীদ হাসান। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডিশনাল পিপি এড. মোস্তফা জামান, এড. সোহরাব হোসেন, এড. মোঃ আরিফুল ইসলাম আলো, এড. নজরুল ইসলাম, মোস্তফা হেলালুর রহমান, এড. আব্দুল জলিল (৩), আ স ম শামসুদ্দোহা খোকন, এড. শাহরিয়ার হাসিব, এড. আব্দুস সালাম, এড. ইমরান শাওন, মমতাজুর রহমান, এড. বায়েজিদ প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সকলে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন। অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের আইনজীবী, বিএনপি সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।দোয়া পরিচালনা করেন এড. বাহারুল ইসলাম।
সংবাদ শিরোনাম:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০২:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- ১১ বার পড়া হয়েছে
জনপ্রিয়




















