‘একটা চাদর হবে’ গানটির মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠা কণ্ঠশিল্পী জেনস সুমন আর নেই। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ঈশা খান। তাঁর মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
১৯৯৭ সালে প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের মাধ্যমে জেনস সুমনের সংগীতজীবন শুরু। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ একের পর এক জনপ্রিয় গান উপহার দেন তিনি। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি প্রচারের পর তিনি রাতারাতি আলোচনায় আসেন।
২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও শ্রোতাদের হৃদয়ে তাঁর অবস্থান অটুট ছিল। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে বের হয় তাঁর নতুন গান ‘আসমান জমিন’, যা জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
জেনস সুমনের মৃত্যুতে সহকর্মী শিল্পী, সংগীতজ্ঞ ও ভক্তরা শোক প্রকাশ করেছেন। তাঁরা মনে করছেন, দেশের সংগীতজগৎ একজন মেধাবী শিল্পীকে হারাল।
আব্দুর রহমান 
















