৬ আগষ্ট বুধবার ২০২৫ স্বদেশ-সাতক্ষীরায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় বাস্তবায়িত ”জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি করা- নাগরিকতা প্রকল্পটি দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল এফেয়ার্স ক্যানাডা এর অর্থায়নে মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী পুরুষ ও অন্যান্য প্রান্তিক জণগোষ্ঠিকে ক্ষমতায়িত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এরই অংশ হিসাবে আজ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে মানবাধিকার সংরক্ষন পরিষদের আহবায়ক সোঃ হাবিবুর রহমান এবং শারসিন সুলতানাকে মানবাধিকার নারী পরিষদের আহবায়ক করে ১২ জন করে মোট ২৪ জনের ২টি কমিটি গঠন করা হয়। ইউনিয়ন ও উপজেলা পর্যয়ে এম.এন.পি ও এম.এস.পি স্থানীয় ভাবে জেন্ডার সমতা ও নারীর অধিকার নিশ্চিতের লক্ষ্যে যৌন হয়রানি (শারীরিক, মৌখিক, মনস্তাত্ত্বিক এবং সাইবার) এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষার জন্য কাজ করবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও এ বিষয় নিয়ে সচেতনতা তৈরীর মাধ্যমে সকলের সামাজিক দায়বদ্ধতার মনোভাবকে প্রসারিত করার জন্য কাজ করবে। এছাড়াও মানবাধিকার সুরক্ষা-পরিবেশকে বিস্তৃতি ও অক্ষুন্ন রাখার জন্য স্থানীয় বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করবে। এসময় উপস্থিত থেকে সহায়কের ভুমিকা পালন করেন নাগরিকতা প্রকল্পের প্রগ্রাম অফিসার মোঃ আজহারুল ইসলাম ও প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।
Leave a Reply