1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
২৭ আষাঢ়, ১৪৩২
Latest Posts
📰সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে নাগরিক কমিটির সভা, ১৩ জুলাই স্মারকলিপি প্রদান📰বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার পণ্যসহ আটক ৩📰সাফের শুরুতেই কাঁপন: শ্রীলঙ্কাকে ৯-১ গোলে গুঁড়িয়ে দিলো বাংলাদেশ!📰তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু📰কলারোয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার📰সাতক্ষীরায় স্মার্ট মেডিকেল সেন্টারে ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত 📰আশাশুনিতে নদীর বাঁধ কেটে পানি নিস্কাশন চালু📰আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ 📰ফেল আর পাসে চমক! আশাশুনির ১৬ স্কুলের ফলাফল অভাবনীয়📰সাতক্ষীরায় ব্র্যাকের উদ্যোগে ৫শ শতাধিক মানুষের মাঝে ফ্রি চুক্ষ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাফের শুরুতেই কাঁপন: শ্রীলঙ্কাকে ৯-১ গোলে গুঁড়িয়ে দিলো বাংলাদেশ!

মশাল ডেস্ক
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ০ সংবাদটি পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। আগের দিন তিন প্রতিপক্ষই তাদের সমীহ করার কথা জানিয়েছিল। শুক্রবার (১১ জুলাই) টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেই প্রমাণ মিলেছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। শ্রীলঙ্কান মেয়েদের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষপর্যন্ত আফিদা খন্দকারের দল ৯-১ গোলের বিশাল ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেয়। হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব আগে থেকেই ছিল। কিছুদিন আগেই নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা করে নেয় লাল-সবুজরা। সেই সিনিয়র দলের আটজন খেলোয়াড় এবার খেলছেন এই অনূর্ধ্ব-২০ দলে। তাই স্বাগতিক দলের এমন দাপুটে জয় প্রত্যাশিতই ছিল।

লঙ্কানদের বিপক্ষে সাগরিকার হ্যাটট্রিক ছাড়াও মুনকি আক্তারের জোড়া গোল এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করেন। নির্ধারিত সময়ের খেলা শেষে ইনজুরি সময়ে একটি গোল শোধ দেয় শ্রীলঙ্কা।

মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াড থেকে আটজনকে একাদশে রাখেন কোচ পিটার বাটলার। শুরু থেকেই বাংলাদেশের আক্রমণের সামনে জর্জরিত হয় লঙ্কান রক্ষণভাগ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ দিক দিয়ে এগিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ৩৭ মিনিটে শিখা আক্তারের ক্রস থারুশিকা আটকাতে গিয়ে ভুল করেন, সুযোগ বুঝে বল জালে জড়ান সাগরিকা।

বিরতির পর অধিনায়ক আফিদা খন্দকারসহ তিনজনকে উঠিয়ে নেন কোচ বাটলার। তবে এতে বাংলাদেশের খেলায় কোনো ভাটা পড়েনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার পাস থেকে মুনকি গোল করেন। ৫০ মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রস ধরে শিখা নিখুঁত প্লেসিংয়ে গোল করেন। তিন মিনিট পর একক প্রচেষ্টায় সাগরিকা নিজের দ্বিতীয় গোলটি করেন।

৫৮ মিনিটে পূজার কাটব্যাকে প্লেসিং শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। ৮৩ মিনিটে রুপার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৮-০। ইনজুরি সময়ে শ্রীলঙ্কার লালিয়ান একটি গোল শোধ দেন। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে শান্তি মার্দির গোলে ৯-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd