সাতক্ষীরায় মুদি দোকানে চুরি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: শুক্রবার দিবাগত রাত দুইটায় সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাটে মাস্টার মার্কেটেরবইসলাম এন্টারপ্রাইজে এক মুদি দোকানে চুরি সংগঠিত হয়েছে।
দোকানে লাগানো সিসি টিভি ফুটেছে চোরকে সনাক্ত করেছে স্থানীয় জনতা।
চোরের নাম রানা(২৫)।সে ওই ইউনিয়নের শিয়াল ডাঙ্গা বাগপাড়া কলোনির আমজের আলীর ছেলে।
ইসলামিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ জানান, প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার রাত সাড়ে দশটার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শনিবার সকাল সাড়ে সাতটার সময় দোকান খুলে মালামাল অগোছালো, সিসি ক্যামেরা ভাঙ্গা ও দোকানের টিনের চাল কাটা অবস্থায় দেখতে পান।দোকানের কোন মালামাল না নিয়ে গেলেও ক্যাশ বাক্সে থাকা প্রায় ৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
আবাদের হাট বাজার কমিটির সভাপতি ও শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ জানান, সিসিটিভি ফুটেজে দেখে প্রাথমিকভাবে চোরকে শনাক্ত করা গেছে।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বাজার এলাকায় মাদক সেবী ও ব্যবসায়ীদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এই বাজারে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে নৈশ প্রহরীদের দায়িত্ব অবহেলার কারণেই এ ধরনের ঘটনা প্রায় ঘটে বলে তাদের দাবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *