স্মার্ট মেডিকেল সেন্টার এ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার সাইন্টিফিক সেমিনার ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার। সাইন্টিফিক সেমিনারে শিক্ষামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাঃ অনিন্দ্য দাস সৌরভ এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকোলজিস্ট মীর মহাব্বত আলী। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টার এর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গ্রাম ডাঃ ওহিদুজ্জামান, সহ- সভাপতি গ্রাম ডাঃ আনোয়ার পারভেজ, পৌর শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন গাজীসহ নেতৃবৃন্দ। সাইন্টিফিক সেমিনার শেষ সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply