নিজস্ব প্রতিনিধি :
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে এবং নেটজ বিডির সহায়তায় হোপ প্রকল্পের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি সমৃদ্ধকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধাবিকাশ ও সহপাঠ কার্যক্রম (কো-কারিকুলার এডুকেশন) ত্বরান্বিত করার লক্ষ্যে বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া সমন্বয়কারী রেহানা পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি জগদীশ হালদার।
এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। রিইব-এর এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক কামরুল ইসলাম, মো. কামরুজ্জামান, বিকাশ চন্দ্র ঘোষ, সুনীল চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, “এই বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে শিক্ষকদেরও পাঠদানের নতুন পদ্ধতি উদ্ভাবনে উৎসাহিত করবে।”
উল্লেখ্য, হোপ প্রকল্পের আওতায় জেলার প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোর লাইব্রেরি উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
Leave a Reply