সাতক্ষীরায় কৃষকদের মাঝে  সার বিতরণ

সাতক্ষীরা সদরে (২০২৪-২৫) অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা  হয়েছে।
 বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মনির হোসেন।
উপজেলার কৃষি অফিসার মনির হোসেন বলেন, ‘ রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৪৫  জন কৃষককে ৩০কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএমপি, ১৫ কেজি এমওপি,১৫কেজি জিপসাম সার প্রদান করা হয়েছে।’
তিনি আরও জানান , এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফলদ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *