শ্যামনগরে বজ্রপাতে মৎস্য চাষীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে সুভাষ মালো (৪০) নামে এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টায় উপজেলার চিংড়িখালিতে ঘেরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
সুভাষ মালো (৪০) জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মালোর ছেলে।
স্থানীয় আব্দুর রউফ জানান, সুভাষ মালো চিংড়াখালি গ্রামে ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগদা চিংড়ি চাষ করতো। প্রতিদিন রতনপুর থেকে চিংড়াখালি এসে সকালে মাছ কেনা বেচা করে বাসায় চলে যেত। আজ সকালে ঘেরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, লোক মুখে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *