সারা দেশের মতো সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে উপজেলার আরও ১৬টি বিদ্যালয়ের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের ফল সন্তোষজনক হলেও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ফেল করার হার তুলনামূলকভাবে বেশি। নিচে বিস্তারিত তুলে ধরা হলো:
কমলাকাটি মাধ্যমিক বিদ্যালয়:
মানবিক বিভাগে পাস ১৪ জন, ফেল ৫ জন। বিজ্ঞান বিভাগে পাস ৩, ফেল ১ জন।
গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়:
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস ৫ জন;
মানবিক বিভাগে পাস ২৪ জন, ফেল ৮ জন;
বিজ্ঞান বিভাগে পাস ৪ জন;
জিপিএ-৫ পেয়েছে ১ জন।
আইডিয়াল সেকেন্ডারি স্কুল:
মানবিক বিভাগে পাস ১৮, ফেল ১ জন;
জিপিএ-৫ পেয়েছে ১ জন।
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়:
মানবিক বিভাগে পাস ১৪, ফেল ৩ জন;
বিজ্ঞান বিভাগে পাস ৪ জন।
গোয়ালডাঙা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়:
মানবিক বিভাগে পাস ৩০, ফেল ২৩ জন;
বিজ্ঞান বিভাগে পাস ১২, ফেল ৩ জন।
মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়:
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস ৪ জন;
মানবিক বিভাগে পাস ২৯, ফেল ৭ জন;
জিপিএ-৫ পেয়েছে ১ জন;
বিজ্ঞান বিভাগে পাস ৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
ত্রয়োদশ পল্লী বালিকা মাধ্যমিক বিদ্যালয়:
মানবিক বিভাগে পাস ৬, ফেল ৬ জন;
বিজ্ঞান বিভাগে পাস ৬, ফেল ৩ জন;
জিপিএ-৫ পেয়েছে ২ জন।
গাবতলা মাধ্যমিক বিদ্যালয়:
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস ৫, ফেল ১ জন;
মানবিক বিভাগে পাস ১৬, ফেল ৬ জন;
বিজ্ঞান বিভাগে পাস ৭ জন;
জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
বড়দল গার্লস হাই স্কুল:
মানবিক বিভাগে পাস ৯, ফেল ১২ জন।
গোদাড়া মাধ্যমিক বিদ্যালয়:
মানবিক বিভাগে পাস ৪, ফেল ১ জন।
আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়:
মানবিক বিভাগে পাস ১৩, ফেল ১২ জন;
বিজ্ঞান বিভাগে পাস ৯, ফেল ১ জন।
গুনাকরকাটি শাহ মুহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়:
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস ৪ জন;
মানবিক বিভাগে পাস ১৫, ফেল ৬ জন;
বিজ্ঞান বিভাগে পাস ৬ জন;
জিপিএ-৫ পেয়েছে ১ জন।
বুধহাটা এনএস জুনিয়র গার্লস হাই স্কুল:
মানবিক বিভাগে পাস ১০, ফেল ৩ জন।
কাদাকাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়:
মানবিক বিভাগে পাস ১৮, ফেল ৯ জন।
কচুয়া বি.এইচ.বি.পি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়:
মানবিক বিভাগে পাস ১৪, ফেল ১ জন।
দরগাহপুর এসকেআরএইচ স্কুল:
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস ৫ জন;
মানবিক বিভাগে পাস ৫৬, ফেল ১৪ জন;
বিজ্ঞান বিভাগে পাস ৩১ জন;
জিপিএ-৫ পেয়েছে ১১ জন।
বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল:
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস ২ জন;
মানবিক বিভাগে পাস ২৬, ফেল ১৬ জন;
বিজ্ঞান বিভাগে পাস ১৩, ফেল ৪ জন;
জিপিএ-৫ পেয়েছে ২ জন।
এছাড়া, অধিকাংশ বিদ্যালয়েই বিজ্ঞান বিভাগের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছে এবং জিপিএ-৫ প্রাপ্তির হার মানবিক ও ব্যবসায় শিক্ষার চেয়ে বেশি লক্ষ্য করা গেছে।
Leave a Reply