তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কপোতাক্ষ নদের পাশ দিয়ে শাহজাতপুর-মাহমুদকাটি-কপিলমুনি পর্যন্ত বেড়িবাঁধ রক্ষায় স্থানীয়রা নিজেদের অর্থায়নে উদ্যোগ নিয়েছেন। শুক্রবার (১১ জুলাই) সকালে মাহমুদকাটি খেয়াঘাটে যাওয়া মূল রাস্তাটি নিচু হওয়ায় এলাকাবাসী প্রায় আধা কিলোমিটার রাস্তা উঁচু করার কাজ শুরু করেন।
মাদিয়া বিল ও খোল বিল পরিচালনা কমিটি এবং স্থানীয় জমির মালিকদের আর্থিক ও শ্রমিক সহযোগিতায় এই বাঁধটিকে টেকসই করে গড়ে তোলার চেষ্টা চলছে।
স্থানীয়দের মতে, এই রাস্তাটি এবং এর পাশের বেড়িবাঁধ রক্ষা করা গেলে গ্রামের প্রধান জীবিকা—মাছের ঘের ও ধানক্ষেত—বন্যা ও নদীভাঙনের ক্ষতি থেকে বাঁচবে। প্রাথমিকভাবে বাঁধ নির্মাণে আনুমানিক ৪ লক্ষ টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দা খায়রুল আলম বলেন, “যদি সরকারি সহযোগিতা পাওয়া যায়, তাহলে এই এলাকার মানুষ অনেকটাই স্বস্তি পাবে। ইতোমধ্যে দুটি বাজেটের আওতায় দু’টি স্থানে সংস্কারকাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।”
খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন বলেন, “কপোতাক্ষ নদের ভাঙন দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে গ্রামের অনেক মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও ঘের হুমকির মুখে পড়বে। স্থানীয়দের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রশংসনীয়, তবে স্থায়ী সমাধানের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।”
এ বিষয়ে তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, “স্থানীয়রা যে উদ্যোগ নিয়েছেন তা খুবই ইতিবাচক। এলজিইডি থেকে যেসব এলাকায় প্রকল্প রয়েছে, সেগুলোর কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রয়োজনে এই এলাকা পরিদর্শন করে জরুরি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *