তালায় কৃষিকাজ ও মুরগি ফার্মের জন্য ১০ নারীকে উত্তরণের সহায়তা

তালায় কৃষিকাজ ও মুরগি ফার্ম গড়ার লক্ষ্যে ১০ নারীকে আর্থিক সহায়তা দিয়েছে ‘উত্তরণ’।

সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার জাতপুরের সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে “উত্তরণ কৃষক মাঠ স্কুল” থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ওই ১০ জন নারীকে ৩০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

উত্তরণ-এর এশিয়া লাইভলিহুড প্রকল্পের আওতায় আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মঈনুল হাসান সোহান, ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী, ফাইন্যান্স অফিসার রশিদা খাতুন এবং এসআরবিএম প্রকল্পের প্রজেক্ট অফিসার তানিয়া খাতুন প্রমুখ।

প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা জানান, এই অর্থ সহায়তা তাদের আত্মকর্মসংস্থানে সহায়ক হবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *