1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
১ শ্রাবণ, ১৪৩২
Latest Posts
📰জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ📰গাড়িতে যাত্রী সেজে বন্ধুত্ব গড়ে তুলে প্রতারণা ও ধর্ষণ📰জুলাই শহীদ দিবসে সাতক্ষীরার বাইপাস জিরো পয়েন্টে মোটরযানের উপর মোবাইল কোর্ট 📰জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সাতক্ষীরায় পোস্ট  কার্ড বিতরণ  উদ্বোধন 📰আশাশুনির গজুয়াকাটি সরকারি প্রাইমারী স্কুলের মেঝে ১ফুট পানিতে প্লাবিত📰আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) কে বিদায় সংবর্ধনা প্রদান📰আশাশুনি টু বাঁকা ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে করুন অবস্থা📰পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত📰পাইকগাছায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস 📰সাতক্ষীরায় ভারী বৃষ্টিতে পানিবন্দী শত শত পরিবার

গাড়িতে যাত্রী সেজে বন্ধুত্ব গড়ে তুলে প্রতারণা ও ধর্ষণ

মশাল ডেস্ক
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ০ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনির কাকবসিয়ার বহুল আলোচিত জাহাঙ্গীর গাজী পুলিশের খাঁচায়

যাত্রীবাহি বাসে নিজের সিটের পাশের মহিলা যাত্রীর সঙ্গে ভাই বোনের সম্পর্ক গড়ে তুলে তাকে বাসায় নিয়ে বিরানীর সঙ্গে চেতনানাশক খাওয়ানোর পর ধর্ষণ ও ধর্ষণের চিত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মেয়ের জন্মদিনের কথা বলে আবারো বাসায় আসতে বাধ্য করে ধর্ষণ ও নতুন করে ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে পুলিশ বহুল আলোচিত প্রতারক জাহাঙ্গীর গাজীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে তাকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর গাজী(৩৪) আশাশুনি উপজেলার কাকবসিয়া গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে।
ঘটনা ও মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের একটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক সন্তানের জননী গত বছরের ১২ সেপ্টেম্বর বিজয়া দশমীর দিন বাপের বাড়ি কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে বাস যোগে শ^শুরবাড়ি যাচ্ছিল। কালিগঞ্জ বাসস্টা- থেকে বাসে ওঠার পরপরই পাশের সিটে বসা আশাশুনির কাকবসিয়া গ্রামের জাহাঙ্গীর গাজীর পরিচয় হয়। মোবাইলে টাকা নেই বলে ওই নারীর নগদে থাকা ২০ টাকা রিচার্জ করে নেয় জাহাঙ্গীর। পরবর্তীতে জাহাঙ্গীর মোবাইল ফোনে তার বোন মারা গেছে সে হিসেবে তাকে বোন হিসেবে সম্মান করতে শুরু করে। সেখান থেকে মোবাইলে জাাহাঙ্গীর ওই নারীর সাথে প্রায়ই কথা বলতো। একপর্যায়ে গত ৪ মার্চ দুপুর ১২টার দিকে ওই নারীকে শহরের ইটাাগাছার চিত্তর মোড়ে সুন্দরবন ক্যুরিয়র সার্ভিসের পাশর্^বর্তী একটি চারতলা বাড়ির তিন তলায় ডেকে নিয়ে বিরিয়ানির সাথে চেতনানাশক খাওয়ানোর পর তাকে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে জাহাঙ্গীর। ওই নারীর জ্ঞান ফেরার পর বিষয়টি কাউকে জানাজানি করলে ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই ভিডিও মুছে ফেলে দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে এন গত ১০ জুন খুলনা রোডের মোড় থেকে সার্কিট হাউজ মোড়ের এক বাসায় ডেকে নিয়ে তাকে দ্বিতীয় দফায় ধর্ষণ করে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। ওই ভিডিও জাহাঙ্গীর তার বন্ধু ০১৭৬২-৬৪২১২১ নং মোবাইল ব্যবহারকারিকে দেয়। এরপর স্বামীকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে না করলে পরিণতি ভাল হবে না বলে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। ওই নারীর ছবি এডিট করে জাহাঙ্গীর কয়েক জায়গায় ছড়িয়ে দেয়।ওই নারীর স্বামী বিদেশে থাকায় সে অসহায় হয়ে পড়ে। এবার তালার শহীদ মুািক্তযোদ্ধা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও জাহাঙ্গীর তাকে অপহরণের হুমকি দেওয়ায় ওই নারী পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনাসহ জাহাঙ্গীরের প্রতারণার কয়েকটি ঘটনা উল্লেখ করে গত ৬ জুলাই উত্তরাধিকার নিউজ পোর্টালে ও ৭ জুলাই দৈনিক পত্রদূতে প্রতিবেদন প্রকাশিত হয়। খবর জানতে পোরে গত ৭ জুলাই সাতক্ষীরা জজ কোর্ট থেকে নোটারী পাবলিক অ্যাড, রেজা উদ দৌলার সাক্ষর বসিয়ে একটি কৃত্রিম বিবাহের এফিডেফিট তৈরি করে জাহাঙ্গীর। এ সংক্রান্ত কাগজপত্র ওই নারীর আশাশুনির ভগ্নিপতির কাছে নিয়ে সত্য বলে প্রমাণ করতে চায় জাহাঙ্গীর। জাহাঙ্গীর উত্তরাধিকার’৭১ এর সাতক্ষীরা প্রতিনিধিকে জীবন নাশের হুমকি দেয় ফেইসবুকে। এদিকে ওই নারী তার শিশু সন্তানকে নিয়ে গত ৮ জুলাই আশাশুনির ভগ্নিপতির বাড়িতে যাওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে সহযোগী কামরুল, ইয়াছিন এর সহযোগিতায় কালিবাড়ি বাজারের পাশ থেকে সন্তানসহ অপহরণ করে শহরের সার্কিট হাউজ মোড়ের সেই বাসায় নিয়ে যায়। সেখানে পূর্বের ভিডিও ফেরৎ দেওয়ার কথা বলে তাকে আবারো ধর্ষণ করে তার ভিডিও চিত্র ধারণ করে। এরপর তার মাথায় পিস্তল ঠেকিয়ে একটি ইজিবাইকে তুলে দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে ও তার ডাকে না এলে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ওই নারী সকলের সঙ্গে পরামর্শ করে একজন মানবাধিকার কর্মীর সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার সদর থানায় ধর্ষণের অভিযোগ দেয়। পুলিশ বিষয়টি বিশ^াস না করার একপর্যায়ে জাহাঙ্গীরকে ওই নারীর স্বামী মোবাইল কথা বলতে যেয়ে ব্যস্ত রাখে। এমন সময় র‌্যাব জাহাঙ্গীরের অবস্থান নিশ্চিত করতে তাকে ফোন দেয়। পুলিশও সার্কিট হাউজ মোড়ে ওই নারী ও তার স্বজনদের নিয়ে দরজার কড়া নাড়ে। ভিতর থেকে দরজা দিয়ে জাহাঙ্গীর তার বন্ধুদের ডেকে তাকে গ্রেপ্তার না করার চেষ্টা চালায়। থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে জাহাঙ্গীরকে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান,মঙ্গলবার বিকেলে ওই নারীর দেওয়া ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারা তৎসহ পেনাল কোডের ৫০৬ ধারায় মামলা(জিআর-৩৬৬/২৫ সদর) রেকর্ড করা হয়। মঙ্গলবার ভিকটিম ও তার মাকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। বুধবার তাকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়। আসামী জাহাঙ্গীরকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামীর ব্যবহৃত মোবাইল ফোনটির ডিলেট করা নগ্ন ভিডিও এবং স্থির ছবি ফিরে পাওয়ার জন্য ঢাকায় ফরেনসিক ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। ছবি উদ্ধার হলে ধর্ষণের সঙ্গে পর্ণোগ্রাফি আইনের ধারা সংযোজন করার জন্য আদালতে আবেদন জানানো হবে।
প্রসঙ্গত, যাত্রীবাহি বাসে পরিচয়ের সূত্র ধরে ভাই সম্পর্ক পাতিয়ে কয়েক মাস আগে কালিগঞ্জের ফতেপুরের নয়ন, ও রাকিব ও তাদের পরিবারের কাছ থেকে চাকুরি দেওয়ার নাম করে ৪০ হাজার টাকা ও দুটি মোবাইল সেট নিয়েছে জাহাঙ্গীর। এ ছাড়া তালা উপজেলার জালালপুরের জনৈক নির্মাণ শ্রমিক বর্তমানে বঙ্গবন্ধু পেশাবিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি বাড়ির ভাড়াটিয়া বেকারী শ্রমিক চয়নের কাছ থেকে মুহুরীর কার্ড করে দেওয়ার নাম করে দুই হাজার টাকা নেয় জাহাঙ্গীর।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ১৬.০৭.২৫ ছবি আছে গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর গাজীর।
বিঃ দ্রঃ ধর্ষিতার নাম- সাবিত্রী রানী দাস(২০), স্বামী- রিপন দাস, গ্রাম- নুরুল্লাহপুর, থানা -তালা, পিতা খগেন্দ্র নাথ দাস, গ্রাম -জিরেনগাছা. কালিগঞ্জ, সাতক্ষীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd