কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১-০৭-২৫ ইং তারিখ (শুক্রবার) সকাল ৬-৩০ টার দিকে উপজেলার ইলিশপুর গ্রামের বাঁশতলা মোড় পুলের মাথা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ সাইফুল ইসলাম মৃতদেহ উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেন। তিনি জানান সকাল ৬-৩০ মিঃ সময় গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পেরে ঘঁনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয় তাৎক্ষনিক যোগাযোগ মাধ্যম সোসাল মিডিয়ায় প্রচার হলে লাশ টির পরিচয় পাওয়া যায়। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী গ্রামের জবেদ আলির পুত্র মোঃ হাসান আলি (৫০)মৃতব্যক্তি তিনি একজন ইজিবাইক চালক।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম পরিচয় পাওয়া বিষয় নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
Leave a Reply