আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি বাইতুল্লাহ জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য মুফতী মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মসজিদের শুভ উদ্বোধন করেন।
মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে ও বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোমরেজ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি জুম্মার নামাজে ইমামতি মধ্য দিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, মসজিদে ব্যবহারটা যেন ইসলাম সম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে ও আদব রক্ষা করতে হবে। মসজিদের সহযোগিতা করা, দান করা আমাদের কর্তব্য। আল্লাহর রাসূল (সা.) বলেছেন, যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক।আরো উপস্থিত ছিলেন, মাস্টার আদম আলী, ইউপি সদস্য আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, দবির মোল্লা, কবির হোসেন, সভাপতি শরবতুল্য, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান পাড় প্রমুখ।
Leave a Reply