আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির বুধহাটায় ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃ শ্রেণি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা উদ্বোধন করা হয়।
বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল শাখা ইসলামী ছাত্র শিবির এর আয়োজনে উদ্বোধনীয় খেলায় নকআউট পর্বে শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ বনাম শহীদ মুগ্ধ ফুটবল একাদশ মুখোমুখি হয়।
খেলায় শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। ছাত্র শিবির কলেজ সেক্রেটারি শিহাব হোসেনের পরিচালনায় স্কুল সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর থানা শাখার সভাপতি মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, থানা পাঠাগার সম্পাদক জুয়েল রানা। অনুষ্ঠানে থানা প্রকাশনা সম্পাদক মেহেদী হাসানসহ স্থায়ীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply