আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দরিদ্র, অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলাম।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সদরের আল. ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই, সাবেক মেম্বর ইয়াকুব আলী সানা, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম, আই বি ডব্লিউ এফ এর অর্থ সম্পাদক সাংবাদিক ইয়াছিন আরাফাত, সাবেক ছাত্র শিবির নেতা শেখ আরিফুল্লাহ সিদ্দিকী প্রমুখ।
 সবশেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *