আশাশুনিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্ধার সরঞ্জাম বিতরণ

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্ধার সরঞ্জাম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ ন্যাজারীণ মিশনের বিআরসিসিএপিএসএল প্রকল্পের আয়োজনে সাইন অব হোপ ও বি এম জেড এর সহযোগীতায় আলোচনা সভা শেষে ইউনিয়ন দুর্যোগ কমিটিকে শক্তিশালী করার লক্ষ্যে উদ্ধার সরঞ্জাম বিতরণ করা হয়। প্রকল্প কৃষিবিদ মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার। ভার্চুয়াল বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ শরিউতুল্লাহ , প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ কুমার মন্ডল, প্রকল্প ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, হিসাব রক্ষক উত্তম কুমার দাস সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।এসময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে মেগাফোন ০৫ টি, রেইন কোট ১৫ টি, লাইফ জ্যাকেট ১৫ টি, বয়া ১৫ টি, রেডিও ০২ টি, ফ্লাশ লাইট ০৫ টি, টর্চ লাইট ০৫ টি, ফাস্ট এইড বক্স কিট সহ ০১ সেট, স্টিল বাঁশি ০৫ টি, (দা-কুড়াল, শাবল, করাত, কোদাল) ১ সেট, স্টিল ট্রাংক ০১ টি ০২ টি তালাসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। রেজিষ্টারে স্বাক্ষর প্রদান করে দুর্যোগকালীন সময়ে কমিটির সদস্যরা উদ্ধার সরঞ্জাম গ্রহন করবে এবং ব্যবহার শেষে রেজিষ্টারে স্বাক্ষর পূর্বক পরিষদে জমা দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
https://amzn.to/3UzZfzi

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *