আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার মানিকখালী ব্রীজ হতে বড়দল সড়কে কার্লভাট ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারী চলাচলে হুমকীর সৃষ্টি হয়েছে।
সড়কের গোয়ালডাঙ্গা সামাদ গাজীর বাড়ির কাছে ও ফকরাবাদ সরকারি প্রাইমারী স্কুলের সামনের কার্লভাটে ভাঙ্গনের ফলে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ফলে য্নবাহন চলাচল ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে। মাঝে মধ্যে গাড়ির চাকা বা পথচারীর পা গর্তে আটকে দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় সড়কে চলাচল চরম বিপদ সংকুল হয়ে উঠেছে। এছাড়া অনেক স্থানে রাস্তার অবস্থাও বিপদজনক হয়ে পড়েছে। রাস্তার প্রস্থ কম হওয়ায় এবং রাস্তা নষ্ট হয়ে পড়ায় যানবাহন ক্রসিং এর সময় জটিলতার সৃষ্টি হয়ে থাকে। ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা মন্ডল জানান, যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন এই গর্তের এখানে প্রতিনিয়ত জাম হয়ে থাকে তাতে করে বিদ্যালয়ের পাঠ্য দান ব্যাহত হচ্ছে। তাছাড়া ছোট ছোট ছেলে মেয়েরা যখন স্কুলে প্রবেশ করে এবং ছুটির পরে বাড়িতে যায়র সময় গর্তের ভিতর পড়ে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন তিনি। এব্যাপারে উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নিতে জোর দাবী জানান এলাকাবাসী ও পথচারীরা।
Leave a Reply