সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে এলাকাবাসীর উদ্যোগে গঠিত হলো মাদকবিরোধী কমিটি।
শুক্রবার (২৭ জুন) জুম্মার নামাজের পর কাজীপাড়া জামে মসজিদ কমিটির এক বিশেষ সভায় এই কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
মাদকের ভয়াবহতা নিয়ে সভায় দীর্ঘ আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সেই লক্ষ্যেই গঠিত হয় এলাকাভিত্তিক এই কমিটি। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কাজী কবিরুল হাসান বাদশা, কাজী মাগফুর এবং কাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সবুর ও মোয়াজ্জিন। কমিটির আহ্বায়ক করা হয়েছে তৌহিদুর রহমান ডাবলুকে এবং সদস্য সচিব হয়েছেন কাজী সেলিম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কাজী আসলাম, আব্দুল হান্নান, মহিদ, কাজী বাবু, আক্তার, তারা, দিপু, বিমান, পল্লব, মনি, রাজীব, জাফির, বাবন, নাসিম ও আবু সাইদ।
এই কমিটি কাজীপাড়া এলাকাজুড়ে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবে। পাশাপাশি এলাকায় কিশোর ও যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালাবে। মসজিদের খুতবায় মাদকের ক্ষতিকর দিক এবং ইসলামের দৃষ্টিতে এর অবস্থান তুলে ধরা হবে নিয়মিত। এছাড়া এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে, কাজীপাড়ায় যেন কোনো বাড়ির মালিক মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর নিকট বাড়ি ভাড়া না দেন, তা কঠোরভাবে নজরদারি করা হবে।
কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান ডাবলু বলেন, “মাদক শুধু একজনকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। আমরা এলাকাবাসী একজোট হয়ে এই ভয়াবহতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিয়েছি। প্রশাসনের সহায়তায় আমরা একটি মাদকমুক্ত কাজীপাড়া গড়তে চাই।”
কাজীপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সবুর জানান, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, সমাজ গঠনের কেন্দ্রও বটে। আমরা জুমার খুতবায় নিয়মিত মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করব, যাতে মানুষ সচেতন হয়।”
মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ধর্মীয় নেতৃত্বকে একত্রে কাজে লাগানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। কাজীপাড়াবাসীর এই সম্মিলিত প্রয়াস অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হয়ে উঠতে পারে।
Leave a Reply