সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলায় অবস্থিত ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে প্রথমবারের মতো গঠন করা হলো ছাত্রদলের কমিটি। এই কলেজের রাজনৈতিক অঙ্গনে এটিই ছাত্রদলের প্রথম সাংগঠনিক উপস্থিতি। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে এসব কমিটি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নবগঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের আহ্ববায়ক কমিটিতে আহ্ববায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন এবং সদস্য সচিব হয়েছে করিমন নেছা শান্তা। অপরদিকে নবগঠিত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল কমিটিতে সভাপতি মাসুদুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন। একইসঙ্গে অনুমোদন দেওয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতক্ষীরায় সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা দিবা নৈশ্য কলেজ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রসা, সাতক্ষীরা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সাতক্ষীরা, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ, সীমান্ত আদর্শ কলেজ (সাতক্ষীরা সদর), বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ, সাতক্ষীরা আহসানিয়া মিশন মাদ্রাসা।
Leave a Reply